বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পাটির পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পাটির পীরগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হিরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাফি সরকার। অন্যান্যদের বক্তব্য কমিউনিস্ট নেতা বীর-মুক্তিযোদ্ধা কমরেড মোখলেছুর রহমান, তেল গ্যাস, খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পীরগঞ্জ শাখার সভাপতি এ্যাড. কাজী লুমুম্বা লুমু, কমরেড আখম মোস্তাফিজার রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, ক্ষেতমজুর নেতা খয়বার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।