বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি-জমা ও পারিবারিক কলহের জেরে এক গৃহবধুকে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত গৃহবধু ঝর্ণা বেগমকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নির্যাতনের স্বীকার হয়েছেন তার জ্যা সোনালী, সম্পা, হাজেরা, মেসকোয়ারা ও শ^াশুড়ী জাহানারা বেগম। ঘটনাটি উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ডাসারপাড়া গ্রামে ঘটেছে। এজাহার সুত্রে জানা গেছে, ঝর্ণা বেগমের স্বামী রেজাউল করিমের সাথে একই গ্রামের এনামুল হকের পুত্র হাবিব, গিয়াস উদ্দিনের পুত্র ইজমুল, ইসফুল এর সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত ১১ এপ্রিল হাবিব ও ইজমুলের নেতৃত্বে রেজাউল করিমের জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে উক্ত জমিতে থাকা আম, গাছ, কাঁঠাল গাছ, সুপারির গাছ কাটতে থাকে। এক পর্যায়ে রেজাউল করিমের পরিবারের লোকজনরা তাদেরকে বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে অকর্থ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের এক পর্যায়ে হাবিবের হাতে থাকা লোহার রড দিয়ে ঝর্ণা বেগমের মাথা বরাবর আঘাত করলে মাথার ডান পাশে গুরুতর জখম হয়। এ সময় বাড়ীর লোকজনেরা এগিয়ে আসলে তাদেরকেও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে হাবিবগংরা। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। আহত ঝর্ণা বেগম বলেন আমার জ্যা, শ^াশুড়ীকে তারা সবাই মিলে বাড়ীতে এসে হামলা করে এবং মাঝে মধ্যে ইট পাটকেল ঢিল মারিয়া থাকে। এ ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝর্ণা বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৫জনকে আসামীকে এজাহার দিয়েছেন।