বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছার রহমানের বরখাস্তাদেশ কার্যকরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ওই ইউপি সদস্যের বরখাস্তাদেশ কার্যকরের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালে পীরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। এদিকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪/৪ ধারা অপরাধ সংঘটিত করায় একই আইনের ধারা ৩৪(১) অনুযায়ী ওই ইউনিয়ন পরিষদ সদস্যকে স্বীয় পদ হতে সময়িক বরখাস্ত করা হয়। গত বছরের অক্টোবরে স্থানীয় সরকার কর্তৃক সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। তবে স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে আনিছার রহমানের সদস্য পদ বাতিল ঘোষণা করে পুনরায় তফশীল ঘোষণার জন্য গত ১৩ মার্চ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। ওই এলাকার রওশন, জয়নাল, রায়হান, বাবু, ইয়াছিন আলীসহ অনেকেই বলেন, ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে নির্বাচন খুবই জরুরী। ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কাজে ইউপিবাসীর কথা চিন্তা করে ভোট দেওয়া হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, শাহিন ইউনিয়ন পরিষদ নীতিমালা অনুযায়ী ৫টি মিটিং অনুপস্থিত থাকায় তাকে বরখাস্ত করা হয়েছে। ওই ওয়ার্ড শূন্য ঘোষণা করে পুনরায় নির্বাচন দেওয়া হবে কিনা তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যাবে। উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোনটি রিসিভ করেননি।