বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি বিক্রি রেজিষ্ট্রি করে না দিয়ে উল্টো গৃহীতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্তোষ চন্দ্রগংরা। ঘটনাটি গত রবিবার উপজেলার মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর মাঝিপাড়া গ্রামে ঘটেছে। থানায় এজাহারের বিবরণে জানা গেছে, দুরামিঠিপুর গ্রামের মনিন্দ্র চন্দ্র প্রায় ২ বছর পূর্বে ৪ শতক জমি ক্রয় বাবদ ১ লক্ষ ৬০ হাজার টাকা একই গ্রামের সন্তোষ চন্দ্রকে বুঝিয়ে দেন। উক্ত জমি মনিন্দ্র চন্দ্রকে রেজিষ্ট্রি করে না দিয়ে দিনের পর দিন কালক্ষেপন করতে থাকেন। অপরদিকে উল্টো গ্রহীতাকে বেধড়ক মারপিট ও রক্তাক্ত জখম করে। এ ঘটনায় নিরুপায় হয়ে মনিন্দ্র চন্দ্রের স্ত্রী বুলো রানী পীরগঞ্জ থানায় গত ২২ ফেব্রæয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগকে কেন্দ্র করে গত ২৬ ফেব্রæয়ারী সন্তোষ চন্দ্রের নেতৃত্বে সুধীন চন্দ্র, অরজুর চন্দ্র, দুলাল চন্দ্র, মধু চন্দ্রসহ এক দল ভাড়াটে গুন্ডাবাহিনী সকালে মনিন্দ্র চন্দ্রের বাড়ীতে অনাধিকার ভাবে প্রবেশ করে অকর্থ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে মনিন্দ্র চন্দ্রের স্ত্রী, মেয়ে নুরজাহান বেগম বাধা দিলে সন্তোষ চন্দ্রের লোকজন তাদেরকে এলোপাতারী ভাবে মারপিট ও বসত বাড়ী ভাংচুর করে। ওই দিনই সন্ধ্যায় আবারও মনিন্দ্র চন্দ্রকে ধাড়ালো অস্ত্র দিয়ে বাম পায়ে উপচিপরি চোটাতে থাকে। ধাড়ালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে পরে এলাকাবাসী মনিন্দ্র চন্দ্র ও তার স্ত্রীকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার জেরে সোমবার পীরগঞ্জ থানার এসআই আকতারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।