বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটে বাহিনী কর্তৃক প্রকাশ্য দিবালোকে বাড়ীতে হামলা চালিয়ে একই পরিবারের মহিলাসহ ৩ জনকে আহত করেছে। ওই ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গত রবিবার রাতে থানায় এজাহার দায়ের করা হয়েছে। জানা গেছে, উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার দু’স্ত্রীর (দু’সতীন) পরিবারের মাঝে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধ নিয়ে ছোট সতীনের পক্ষে হত্যা মামলার আসামী জাহাঙ্গীরাবাদের নজরুল ইসলাম (৫০) কে ভাড়া করা হয়। তার নেতৃত্বে গত শনিবার সকালে ভাড়াটে বাহিনীর সদস্যরা বড় সতীনের বাড়ীতে হামলা চালিয়ে বড় সতীনের ছেলে বাতেন মিয়া (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীদেরকে বাঁধা দিলে বড় সতীন বিজলী বেগম (৬০), বাতেনের স্ত্রী রুজিনা বেগম (৩০) কেও পেটানো হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে স্থানীয় জনতা সন্ত্রাসী বাহিনীর দু’সদস্য মাসুদ মিয়া (৩৫) ও রাশেদুল ইসলাম (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ গ্রেফতার দেখায়। ওই ঘটনায় আহত বাতেন মিয়া ৭ জনকে আসামী করে থানায় এজাহার দিয়েছেন। বাতেন মিয়া বলেন, নজরুল ইসলামের নেতৃত্বে আমাদের বাড়ীতে হামলা করা হয়েছে। আমরা এর বিচার চাই। দারোগা (এসআই) অনন্ত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ পরিদর্শক (ওসি) জাকির হোসেন বলেন, এজাহার পেয়েছি। তদন্তের পর আইনী ব্যবস্থা নেয়া হবে।