বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন বাস্তবায়ন মসজিদ ঘর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পবিত্র যোহর এর নামাজের মধ্য দিয়ে নীল দরিয়া উচ্চ বিদ্যালয়-এ মসজিদটি শুভ উদ্বোধন করা হয়। নামাজে অংশগ্রহণ করেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ মন্ডল, অবসরপ্রাপ্ত সহঃ অধ্যাপক ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান বেগম আলেয়া জলিল, চতরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান রাঙা, বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, স্থানীয় আওয়ামীলীগ নেতা অধ্যাপক হাসান আলী, সমকালীন বার্তার প্রকাশক ও সম্পাদক গোলাম কবির বিলু, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আমিনুর রহমান খোকন, প্রধান শিক্ষক আ স ম রফিকুল ইসলাম, গোলাম হোসেন মন্ডল, রেজওয়ানুল হক ননতু, ডিএসসি এজেএম সিরাজুল হক, এটিএম জওয়াহের আলী, সেকেন্দার আলী মন্ডল। নীল দরিয়ার উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থীবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার সর্বস্তরের ধর্মীয় মুসল্লীবৃন্দ। নামাজ শেষে সম্মিলিত দোয়া ও তবারক বিতরন করা হয়।