বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বাতিঘরের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ এবং রক্তদাতাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে খালাশপীর মা ও শিশু হাসপাতালে কম্বল বিতরণ করা হয়। এর আগে সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান এবং তাদের প্রত্যেককে ফুল ও একটি মগ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহবুব সরদার মামুন, সহ-সভাপতি লুৎফর রহমান তামিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ রানা, সদস্য সচিব হান্নান মিয়াসহ সদস্য সচিব মিজানুর রহমান ও বিপ্লব সরকার। কোষাধ্যক্ষ ডাক্তার মাহবুবার রহমানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ গত তিন বছর ধরে উপজেলায় বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে আসছে মানবতার বাতিঘর সংগঠনটি। আমরা ঐক্যের মাধ্যমে দুষ্ট মানবতার সেবা দিয়ে শান্তি খুঁজি। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল তৃণমূলে রক্তদান দাফন কাফন ও অসহায় রোগীদের সহযোগিতা শীতকালে দুস্থদের মাঝে শ্বেত বস্ত্র বিতরণ ঈদে খাদ্য সামগ্রী বিতরণ সহ সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।