বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দিলরুবা বেগম নামের এক নারীকে দেশীয় কায়দায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন। এ ঘটনায় শেফালী বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারের বিবরণে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের দ্বারিকাপাড়া (তাজপুর) গ্রামের মোস্তাফিজার রহমান ওরফে খাসা মিয়ার নেতৃত্বে তার পুত্র তারা মিয়া, তোজাম্মেল হক তোতা, তাহা মিয়া এবং মৃত: সোলেমানের পুত্র মোস্তাফিজার রহমান ওরফে খাসা, ফজলু মিয়াসহ একদল ভাড়াটে গুন্ডাবাহিনী গত ৯ জানুয়ারী একই গ্রামের নওয়াব আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন নওয়াব আলীর বাড়ীতে অনাধিকার ভাবে প্রবেশ করে দেশীয় অস্ত্র সস্ত্রে সর্জিত হয়ে নওয়াব আলীর স্ত্রী শেফালী বেগম ও ছেলের বউ দিলরুবা বেগম, ননদ লাভলী বেগমকে এলোপাতারী ভাবে লোহার রড দিয়ে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। এদিকে নওয়াব আলীর স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে ১০জনকে আসামী করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলা নং- ১৫, তাং- ১০/০১/২০২৩ইং। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোপাল কর্মকার জানান, মামলা হয়েছে তবে আসামীদেরকে ধরার জোর প্রচেষ্টা চলছে।