বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে । দিবসটি পালনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মকবুল হোসেন সর্দারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র জননেতা আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীমের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল ।মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক মাজেদ আলী বাবু।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম লাবলু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, পাচগাছী ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি বাবলু মিয়া, সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদকবৃন্দ । বক্তারা দিনটিকে শ্বরণ করে শোককে শক্তিতে রূপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গঠন ও আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান । আলোচনা সভায় বাংলাদেশ কৃষক লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ যুবলীগ ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।