বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে পেট্রোল পাম্প ও এলপিজি অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশনের ব্যবসা বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দিয়েছে ৩টি তেল বিপণন কোম্পানী। খালাশপীর-চতরা সড়কের পাশে অবৈধভাবে মেসার্স আলমগীর ট্রেডার্স এবং মুহী এলপিজি অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশন স্থাপন করে তেল বিক্রি অব্যাহত রেখেছেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার খালাশপীর-চতরা সড়কের থিরারপাড়া নামকস্থানে স্থানীয় আলমগীর হোসেন নামের এক ব্যক্তি কোন কোম্পানীর অনুমতি ছাড়াই ‘মের্সাস আলমগীর ট্রেডার্স’ এবং মুহী এলপিজি অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশন স্থাপন করে পেট্রোল এবং গ্যাস বিক্রি করে আসছেন। এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পদ্মা অয়েল কোম্পানি লিঃ, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিঃ ও যমুনা অয়েল কোম্পানি লিঃ এর কয়েকজন উর্ধতন কর্মকর্তা ওই পাম্প দুটো গত ২২ ডিসেম্বর পরিদর্শন করেন। এ সময় পাম্প দুটোর পক্ষ থেকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরিদর্শন দলের সদস্যরা রংপুর জেলা প্রশাসককে পাম্প দুটো বন্ধের জন্য সুপারিশ করেছে। ওই সদস্যরা উল্লেখ করেছেন, অবৈধভাবে স্টোরেজ ট্যাংক স্থাপন এবং ডিসপেন্সিং ইউনিট সংযোজনের মাধ্যমে বিপিসি ও তিন তেল কোম্পানীর অনুমোদন বা ডিলারশীপ ছাড়াই মেসার্স আলমগীর ট্রেডার্স এবং ওই স্থানের পাশেই ভূ-গর্ভস্থ ট্যাংকসহ ফিলিং স্টেশনের আদলে ‘মেসার্স মুহী এলপিজি অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশন’ স্থাপন করে অটোগ্যাস বিক্রয় কার্যক্রম চালু রেখেছে। পরিদর্শন দলের সদস্য যমুনা অয়েল কোম্পানির বগুড়ার সহকারী মহা-ব্যবস্থাপক জসীম উদ্দিন; পদ্মা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক হারিছ আহাম্মদ সরকার; মেঘনা পেট্রোলিয়ামের সহকারী মহাব্যবস্থাপক এসএম হাবিবুল্লাহ’র যৌথ স্বাক্ষরে চিঠিতে অবৈধভাবে জালানী তৈল বিক্রয় কার্যক্রম বন্ধ ও পাম্প দুটো উচ্ছেদের বিষয়ে জরুরি ভিত্তিতে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলা প্রশাসক বরাবরে চিঠি দিয়েছেন। অভিযুক্ত আলমগীর বাদশা বলেন, পাম্প স্থাপন করেছি। তবে কাগজপত্র নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা জানান, পাম্প স্থাপন করেছেন বটে। কিন্তু কোন বৈধ ভাবে কাগজপত্র নেয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদী রানী রায়ের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।