বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে শিশু নির্যাতন ঘটনার মুলহোতা প্রভাবশালী ইটভাটা ব্যবসায়ী ও শিক্ষক আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু মাস্টারসহ আরও ২ জনকে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রিমান্ড শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে সাজু মাস্টারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলার উপজেলার কুমেদপুর ইউনিয়নের লতারপাড়া গ্রামে শিশু নির্যাতনের ঘটনাটি ঘটেছিল। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়নের লতারপাড়া গ্রামের মোকলেছার রহমানের ছেলে ৫ম শ্রেনির ছাত্র রিফাত মিয়া (১২)। গত শনিবার রাতে সাইকেল চুরির অপরাধে তাকে বাজে শিবপুর গ্রামের প্রভাবশালী ইটভাটা মালিক ও বাজে শীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু মাস্টার ধরে নিয়ে আসে। সারারাত ঘরে আটকে রাখার পর ওই শিশু কে পরদিন সকাল প্রকাশ্য দিবালোকে হাত পা বেঁধে সাজু মাস্টার পা দিয়ে মাড়িয়ে লাঠিপেটা করে। ওই ঘটনায় স্থানীয়রা ভিডিও ধারণ করে। পরে তা ফেসবুকে ভাইরাল হলে ১ ডিসেম্বর বিকেলে পুলিশ সাজু মাস্টার কে গ্রেফতার করে। ওই দিন রাতে নির্যাতন সহকারী আনিসুল ইসলাম ওরফে আলম (৪৯) ও তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় শিশু রিফাতের বাবা মোখলেছার রহমান ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন। গত বুধবার ওই ৩ আসামীকে পুলিশ একদিনের রিমান্ডে নেয়। মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গোলজার হোসেন বলেন, তদন্তের স্বার্থে রিমান্ডের ব্যাপারে কিছুই বলা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, সাজু মাস্টারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি।