বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে টেইলার্সে কর্মরত খাদিজা বেগম (৩৫)কে এসিড নিক্ষেপ করেছে প্রেমিক টেইলার্স মাস্টার শাহিন মিয়া। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খাদিজা বেগমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি উপজেলার চতরা ইউনিয়নের চতরা বন্দরে ঘটেছে। জানা গেছে, চতরা বন্দরের টেইলার্স মাস্টার শাহিন মিয়ার দোকানে কাজ করার সুবাধে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি ভিকটিমের স্বামী সাদ্দাম মিয়া জানতে পেরে বুধবার সন্ধ্যায় টেইলার্সের দোকানে গিয়ে স্বামী স্ত্রী টেইলার্স মাস্টার শাহিন মিয়ার সাথে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে রাগে বশভূত হয়ে প্রেমিক শাহিন মিয়া খাদিজা বেগমের পিঠে এসিড নিক্ষেপ করেন। এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার তরিকুল ইসলাম রিমন জানান এসিডদগ্ধ খাদিজা বেগম বর্তমানে হাসপাতালে ই-২৩ নং বেডে চিকিৎসাধীন। তার ডান দিকে ঘাড়ে এসিডদগ্ধ। তবে তার বোরকার কারণে মুখমন্ডল দগ্ধ হয়নি। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, এসিড নিক্ষেপের ঘটনার শিকার খাদিজা বেগম ও স্বামী সাদ্দাম থানায় এসেছিল ভিকটিমের বক্তব্য ও আলামত সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ প্রশাসন ভিকটিমের চিকিৎসা ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত পলাতক অপরাধীকে ধরার জোর প্রচেষ্টা চলছে।