বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে রান্তা থেকে ধরে নিয়ে গিয়ে গাছে সঙ্গে হাত-পা বেঁধে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে হোটেল শ্রমিক রুবেল (১৮) নামের এক কিশোরকে। সে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক যাদু মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপীনাথপুর গ্রামের মৃত গেন্দা মিয়ার পুত্র মোকলেছার রহমানের স্ত্রী রশিদা বেগমের ঘর থেকে ক’দিন পূর্বে স্বর্ণালঙ্কার চুরি যায়। এরই জের ধরে বৃহস্পতিবার (১৪ জুলাই) গভীর রাতে হোটেল শ্রমিক রুবেল কর্মস্থল খালাশপীর বন্দরের এক হোটেলের কাজ সেরে বাড়ি ফেরার পথে মোকলেছার ও তার স্ত্রী রশিদা বেগম তাকে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। সকালে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মোকলেছার, রশিদা বেগম ও তার তিন পুত্র রওশন, নাহিদ, ইমরান লাঠি দিয়ে দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে গ্রামবাসী রুবেলকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল জানান, বিষয়টি লোক মারফতে জেনেছি। কিন্তু এ পর্যন্ত কেউ আমার কাছে আসেনি। নির্যাতনের শিকার রুবেলের বাবা যাদু মিয়া আক্ষেপ করে বলেন, ওরা (নির্যাতনকারীরা) বড়লোক, ওসমার (ওদের) বিচার কে করবি! রুবেলের বড় বোন শিউলি আক্তার ছোট ভাইকে নির্যাতনের বিচার দাবি করেছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে আসামীদেরকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।