বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে রসুলপুর মাহতাবিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, স্কুল শাখার প্রধান শিক্ষক ও সভাপতি এই ৩ জনের রোষানলের শিকার একই প্রতিষ্ঠানের শিক্ষক দম্পতি। এরই জের ধরে কম্পিউটার শিক্ষক মোস্তাফিজার রহমান বাবলু গত ১৯ এপ্রিল দুপুর ১২টার সময় বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ডিউটি নিয়ে অপর শিক্ষিকা কণা আক্তারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষক বাবলু উত্তেজিত হয়ে শিক্ষিকা কনাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তার হাতে থাকা ডাস্টার ছুড়ে মারলে শিক্ষিকার মাথা ফেটে যায়। এতে তিনি মারাতœকভাবে আহত হয়। আহতাবস্থায় ওই শিক্ষিকাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে পীরগঞ্জ থানায় মামলা হয়। গত বৃহস্পতিবার রংপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন। অপরদিকে ওই শিক্ষক দম্পত্তিকে নাজেহাল করতে নানা ছলচাতুরী আশ্রয় নিয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদুল ইসলাম। এ ব্যাপারে রসুলপুর মাহতাবিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদুল ইসলাম জানান, শিক্ষক বাবলু ছুটি নিয়েছে। জেল-হাজতে আছে কিনা জানিনা। স্কুল এন্ড কলেজের সভাপতি আবু ইব্রাহিম লাবু মিয়া জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। অধ্যক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।