বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বিশ্বঅলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)- জিন্দাবাদ। জাকের পাটি জিন্দাবাদ, মহা পবিত্র উরস শরীফ -২০২৩ ইং উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জে জাকের পাটি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর আয়োজনে গত বুধবার রাতে ওসমানপুর তাজুল ইসলামের চাতালে নজরানা বাঁশ খেদমতের উদ্বোধনী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর জেলা জাকের পাটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করেন কেন্দ্রীয় জাকের পাটির সাংগঠনিক সম্পাদক আশরাফ – উজ্জজামান, প্রধান বক্তা কেন্দ্রীয় জাকের পাটি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রজ্জব আলী মাসুম জিহাদী, ২য় বক্তা যুব ওলামা ফ্রন্টের ইসলামী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ সিদ্দিকী প্রমুখ। ওয়াজ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল জাকেরদের মাঝে তবারক বিতরণ করা হয়।