বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মহানবী হযরত মোহাম্মদ (সা:) নিয়ে ভারতের দুই বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জান্দাল কর্তৃক নবী এবং আম্মাজান আয়েশা সিদ্দিকী (রা:) নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা বিশ্বে মুসলিম আন্দোলনের একত্তাবতা ঘোষণার অংশ হিসেবে বুধবার রংপুরের পীরগঞ্জে সম্মিলিত ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরে আলম মিয়া যাদু, দৈনিক আলোর সংবাদ ডটকমের প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার। সম্মিলিত ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা পীরগঞ্জ শাখার সভাপতি হাফেজ মাও: রেজাউল করিম, সহ-সভাপতি হাফেজ মাও: রফিকুল ইসলাম ফারাজী, মাও: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পীরগঞ্জ জামতলা মদিনাতুল উলুম মাদ্রাসার মহাপরিচালক হাফেজ মাও: রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও: মুফতি মুর্তজা খান, অর্থ সম্পাদক মাও: মাসুদুর রহমান, যুগ্ম অর্থ সম্পাদক হাফেজ মাও: আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক মাও: গোলা কিবরিয়া, দপ্তর সম্পাদক আলহাজ্ব ক্বারী মাও: আসদুল্লাহ ফারুকি, সদস্য মাও: সিদ্দিকুর রহমান, হাফেজ মাও: আনোয়ার হোসেন, মাও: গোলাম মোস্তফা। বক্তারা বলেন আমরা হৃদয়ে রক্তক্ষণ নিয়ে এই ময়দানে হাজির হয়েছি। হযরত মোহাম্মদ (সা:) ও তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকী (রা:) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে ক্ষমতাসীন বিজেপির ২ নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। বর্তমান সরকারের কাছে দাবী অবিলম্বে সরকারী ভাবে প্রতিবাদ এবং চলমান জাতীয় সংসদে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করা হোক।