শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে করোনা প্রতিরোধ টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের ধর্মীয় প্রতিরোধ নেতৃবন্দের প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে দিন ব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩০ জন ধর্মীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, আলোচক হিসেবে ডা. সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে বজ্রকথার সম্পাদক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি কবি সুলতান আহমেদ সোনা। কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের সমন্বয়ক অনুপম রায়সহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন তারা করোনা ভাইরাস প্রতিরোধ মানুষকে ইতিমধ্যেই সচেতন করে আসছেন। এখনও শতভাগ ভ্যাকসিনের জন্য মসজিদ মন্দির গীতা ভিত্তিক কাজ করে যাবেন। শতভাগ মানুষ যাতে দ্বিতীয় এবং বুস্টার ডোজ গ্রহণ করতে পারে সে ব্যাপারে নিজ নিজ অবস্থান থেকে সমাজের সকল মানুষের কাছে সচেতনা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।