শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে ছাত্র ছাত্রীদের ইউনিক আইডি ফরম পুরণে নানা জটিলতা, হয়রানি ও বিড়ম্বনা স্বীকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। অভিভাবকের ভোটার আইডি ও শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ভুল থাকায় এ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এদিকে রংপুরের পীরগঞ্জে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১ সালে ৬ষ্ঠ থেকে একাদশ পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য প্রদানের ক্ষেত্রে হয়রানী করা হচ্ছে বলে একাধিক অভিভাবক অভিযোগ করেছেন। অপরদিকে ২০ মে ইউনিক আইডির আবেদন জমাদানের শেষ তারিখ হলেও নির্দিষ্ট ফরমে প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষক তথ্য না দেয়ায় ইউনিক আইডি প্রাপ্ত থেকে আবেদনকারী শিক্ষার্থীদের বঞ্চিত হবার আংশকা দেখা দেয়ায় অভিভাবকরা তাদের শিক্ষার্থী সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহনের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ ব্যাপারে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আবেদনকারীদের তথ্য ভুল, অনলাইন না থাকায় অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল জানান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে জানানো হয়েছে। তবে ভোগান্তির বিষয়ে খুব শীঘ্রই সুরহা আসবে।