বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মাছের পোনা দেশের সোনা। রংপুর পীরগঞ্জসহ সারা দেশে খাল-বিল, হাওর ভরাট হয়ে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ ঠুশি জাল দিয়ে নিধন করা হচ্ছে। সরকার আমিষ জাতীয় খাদ্য বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ ধরা ও বিক্রির জন্য বিভিন্ন সময় হাটে বাজারে বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করে আসছেন । এই কার্যক্রমে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে রংপুরের পীরগঞ্জ উপজেলার মৎস্য বিভাগ পিছিয়ে নেই । তথ্যসূত্রে জানা গেছে, গত ৬ মাসে বিভিন্ন হাটে অভিযান চালিয়ে কয়েক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে দিয়েছে এবং অর্থদন্ডসহ জেলেদেরকে সতর্কতা করেছে। কিন্তু প্রদীপের নিচেই অন্ধকার । কেননা উপজেলা মৎস্য অফিস থেকে এক দুই কিলোমিটার দুরে বড় বিলা বিলে যে নৈরাজ্য চলছে এতে বিলপাড়ের হাজারো মানুষ মৎস্য বিভাগের উপরে আস্থা হারিয়ে ফেলেছে। কেননা বড় বিলা বিলে দিনে রাতে কমপক্ষে শতাধিক মৎস্য শিকারি কারেন্ট জাল কারেন্ট ঠুশি অবৈধ খরাজাল স্থাপন এবং রামনাথপুর ইউনিয়নের বড়রাজারাম পুর গ্রামের পিছন থেকে দলদলি নদী পর্যন্ত কমপক্ষে ৩০টি ঠুশিজাল ও খরাজাল দিয়ে ছোট ছোট মাছের পোনা ও ছোট দেশীয় মাছ প্রতিদিন কমপক্ষে এক হাজার কেজি করে মাছ নিধন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খুব শীঘ্রই ঠুশি জালের উপর অভিযান পরিচালনা করা হবে।