শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আগামী ২৮শে মে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুর জেলা শাখা কমিটির উদ্যোগে পীরগঞ্জের প্রাক্তন ছাত্র ইউনিয়নের ছাত্রনেতাদের সাথে শনিবার বিকালে সাম্য খেলাঘর আসরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জাগো বাহে ২৪ ডটকমের চেয়ারম্যান আকতারুজ্জামান রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির রংপুর জেলার শাখার চেয়ারম্যান রাশেদ মাহবুব রহমান জুয়েল, রংপুর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাজেশ দে রাজু, রংপুর মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাহিদ হাসান। সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট কাজী লুমম্বা লুমু এ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু, অধ্যাপক কামরুজ্জামান, হালিমুজ্জামান বকুল প্রমুখ। শেষে পুর্নমিলনী প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হালিমুজ্জামান বকুল ও কো-চেয়ারম্যান হারুন অর রশিদ গোলাপ সদস্য সচিব আকতারুজ্জামান রানা, সদস্য মোকলেছার রহমান, এ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু, সজিব বিশ^াস, শাহ আলমকে সদস্য করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়।