শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
পীরগঞ্জ, (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ঝাড়বিশলা বনবিভাগের আওতায় খাসতালুক মৌজায় অবস্থিত সরকারী বনের গাছ উপকারভোগীদের কয়েকজন সদস্য এবং বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজসে প্রতি রাতে গাছ কেটে সাবাড় করে ফেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপকারভোগীদের একাংশের অভিযোগের ভিত্তিতে সরে জমিনে দেখা গেছে, উপকারভোগী কিছু সদস্য রাতে গাছ কাটে এবং দিনে ওই গাছের গোড়া উঠিয়ে ফেলে এমনকি সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে তাদেরকে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। কথিত উপকারভোগী এলাকার বনদস্যু হিসেবে পরিচিত। ওই বীটের আওতায় মজনু, গোলজার, হামিদ, ওয়াদুদের বাড়ী খাসতালুক ও ঝাড়আমবাড়ী হওয়ায় তারা এ কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে ঝাড়আমবাড়ী বনবীট কর্মকর্তা রুহুল আমিন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি পেলে ব্যবস্থা নিবো। খুব শীঘ্রই এলাকাবাসী সরকারী গাছ গুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।