শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ে পীরগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি, ঘর এবং জমির মালিকানা নামজারি কবুলিয়ত দলিল হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদান মূলক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় স্থানীয় সকল সাংবাদিকদের নিয়ে এক প্রেস কনফারেন্স করেন। তিনি বলেন আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি সহ গৃহ হস্তন্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। ৩য় পর্যায়ে পীরগঞ্জে ২৪০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর করবেন। এই নিয়ে পীরগঞ্জে ১ম, ২য়, ও ৩য় পর্যায়ে মিলে মোট ৪’শ ৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রম শেষ হবে।