শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার : “হাল ছাড়েনি মেহেদুল” তরমুজ চাষ করে ঘুরে দাড়ানোর প্রত্যয়। মেহেদুল রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর গ্রামের মরহুম আলহাজ¦ সাদেক আলী মাষ্টারের পুত্র ডিগ্রী পাস করে চাকুরি না পেয়ে নিজ পায়ে দাড়ানোর প্রত্যয়ে কৃষি কাজে মনোযোগী হন। তিনি উপজেলা কৃষি মেলায় বিভিন্ন ফসলের ব্যতিক্রমী উৎপাদনের কারণে বেশ কয়েকবার পুরস্কার অর্জন করেছেন। বিগত বছরে ৮ বিঘা জমিতে তরমুজ চাষ করে ফলনও বেশ ভালো হয়েছিলো তার। বারী জাতের তরমুজ চাষে তার খরচ ২ লক্ষ টাকা। চলতি মৌসুমে ফাল্গুন মাসের ১৫ তারিখে আলু উত্তোলন করে ৭/৮ ফুট দুরে ১ লক্ষ ৫০ হাজার টাকার বীজ ক্রয় করে গোবর, টিএসপি, এমওপি ও ইউরিয়া সার প্রয়োগ করে ৮ বিঘা জমিতে ৫ হাজার চারা রোপন করে। বর্তমানে তরমুজের ফুল ও ফল আশা শুরু হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকলে বৈশাখ মাসের ২৫ তারিখের মধ্যেই বিক্রি করা শুরু হবে। তবে তরমুজের গাছে ছত্রাক নাশক কিছু দেখার পর উপজেলা কৃষি দপ্তরের পরামর্শে কীটনাশক ঔষধ প্রয়োগ করছে। সব কিছু ঠিক থাকলে ৬ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা তরমুজ বিক্রির আশা মেহেদুলের। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন “তরমুজ উচ্চ ফলনশীল একটি ফসল, অল্প সময়ের মধ্যে এই ফসল উৎপাদন করে কৃষকেরা লাভবান হবে বলে আমি আশা করি”।