শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে উপজেলার হাটবাজার ইজারা প্রদানে চতরা হাটটি এমপিও ভুক্ত শিক্ষিকার নামে ইজারা দেওয়ার প্রতিবাদে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন জিয়াউর রহমান নামের এক ব্যক্তি। সিনিয়র সচিব স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জেলা প্রশাসক রংপুর, উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় রংপুর, চেয়ারম্যান উপজেলা পরিষদ পীরগঞ্জ রংপুর, সহকারী কমিশনার (ভূমি) পীরগঞ্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পীরগঞ্জ, রংপুর, চেয়ারম্যান চতরা ইউনিয়ন পরিষদ, প্রধান শিক্ষক চতরা বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা চতরায় অভিযোগ দিয়েছেন। জানা গেছে উপজেলাধীন চতরা হাট ১৪২৯ বঙ্গাবদের ইজারা প্রদানের জন্য গত চলতি বছরের ১২ জানুয়ারি দরপত্র বিজ্ঞপ্তি নং ০১\ ২০২২ আহবান করা হয় । দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৩ ফেব্রæয়ারী ২০২২। সেই অনুযায়ী উল্লিখিত হাটে বেশ কয়েকটি দরপত্র দাখিল হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা নাজমা খাতুন ৬৩ লক্ষ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। নাজমা খাতুন তিনি পেশায় একজন শিক্ষক যার ইনডেক্স নম্বর- ৫৬৬২৯২ প্রতিষ্ঠান চতরা উচ্চ বিদ্যালয় এমপিও কোড ৯১০৭১৪১৩০১ ইন নং- ১২৭৮১১ চতরা কাছারি পীরগঞ্জ রংপুর । এমপিও নীতিমালা ২০২১ এর ১১ʼ১৭ অনুচ্ছেদ অনুসারে একজন এমপি ও ভুক্ত শিক্ষক কোন অবস্থায় আর একটি সরকারি লাভজনক পদে আদিষ্ট হতে পারে না যা এমপিও নীতিমালা ১১ʼ১৭অনুচ্ছেদে উল্লেখ আছে। উপজেলার চতরা হাট ১৪২৯ বঙ্গাবদের জন্য নিয়ম বর্হিভূত ভাবে ইজারা বাতিলের জন্য আবেদন করেছেন জিয়াউর রহমান নামে হাট সংশ্লিষ্ট ব্যক্তি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। উল্লেখ্য শুধু তাই নয় ঐতিহ্যবাহী চতরাহাটটির জমির পরিমাণ ৯.৮০ শতাংশ ২০ শতক জমির উপর সরকারি টিনসেড হাফ শতক হাট অফিস ছাড়া সিংভাগ জায়গা প্রভাবশালীদের দখলে। সম্প্রতি ধানহাটির জায়গা মোসলেম নামের এক ব্যক্তি দখল করে পাকা ঘর নির্মাণ করার ঘটনায় এলাকার লোকজন ফুসে উঠেছে।