শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার : কাঁচির ক্যাঁচ ক্যাঁচ শব্দে চলে ভূমিহীন নুরুল ইসলাম (৬৫) সংসার আনন্দ-কষ্ট আর অভাব অনটনের মাঝেই ধরে আছেন বাপ দাদার পেশা। নরসুন্দর (নাপিত)। মানুষের চুল,দাড়ি, গোঁফ অল্প টাকায় কাটিয়ে দিনে যে টাকা উপার্জন করে সেটুকু দিয়ে কোনো মতো সংসার চালান। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৩নং বড়দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামে দেখা যায়, মাটিতে বসে অনেকে চুল কাটিয়ে নিচ্ছেন। কথা হয় ৯নং পীরগঞ্জ ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মৃত: কফিল উদ্দিনের পুত্র নুরুল ইসলাম (৬৫) সঙ্গে তিনি বলেন, আজ থেকে ৪৫ বছর ধরে এ পেশায় আছি। টাকা পয়সা না থাকায় প্রতিদিন মাটিতে বসে মানুষের চুল কাটি। সেলুনের চেয়ে দাম কম হওয়ায় অনেকে এখানে চুল, দাড়ি, গোঁফ কাটাতে আসেন। আগের মত আর কাজ পাই না। দুইশত থেকে তিনশত টাকা আয় হয় তা দিয়ে কষ্টে সংসার চলছে। দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে শ^শুড় বাড়ীতে ঘর জামাই হিসেবে থাকি। চুল কেটে কোন রকমে সংসার চলে আমার। পরিবারটি চলে কাঁচির ক্যাঁচ ক্যাঁচ শব্দের উপর। মানুষের চুল, দাড়ি, কাটিয়ে সময় পার করছে নুরুল ইসলাম।