শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে অভিমান করে রিয়ন (১৭) নামের এক যুবক ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া গ্রামে ঘটেছে। রিয়ন ওই গ্রামের আবু সাইদের পালিত পুত্র। জানা গেছে, শুক্রবার বিকালে পিতা মাতার সাথে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খায় রিয়ন। পরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শনিবার সকালে সে মারা যায়। ওইদিন বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে।