শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে মাদারগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেন আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ শেখ দবির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখেন রেইনবো ক্লিনিক রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়াদিগন্ত পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল হাকিম ডালিম, সাংবাদিক আব্দুল করিম সরকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মজনু প্রধান মিষ্টি, এনামুল হক মন্ডল ও সমাজ সেবক আবুল হাসান জুয়েল ফকির। এদিকে রবিবার মাদারগঞ্জে দারুল হিকমা মাদ্রাসায় আলোচনা সভা, ক্রীড়া, ও পুরস্কার বিতরন করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাদারগঞ্জ দারুল হিকমাহ্্ আইডিয়াল কিন্ডার গার্টেন আয়োজিত আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের পরিচালক, হাসানপুরী পীর সাহেবের সাহেব জাদা মওলানা মোস্তফা আল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ও পীরগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ডি এম আব্দুল হাকিম, বিশিষ্ট সাংবাদিক আব্দুল করিম সরকার, সূধী মহসিন আলী প্রধান ও রেজাউল করিম প্রমূখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।