শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার : রংপুরের পীরগঞ্জে বাঁশ শিল্প ও বাঁশ ঝাড় অনেকটাই বিলুপ্তির পথে। সরে জমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, জঙ্গল পরিস্কার করার সাথে সাথে মানুষ বাঁশ ঝাড় কেটে সাবাড় করে ফেলছে সাথে সাথে বাঁশ শিল্প বিলুপ্তির পথে। ফলে উপজেলায় বাঁশের তৈরী বিভিন্ন ধরনের উপকরণ যেমন মুরগী রাখা খাঁচা, ডালি, কুলা, চাইলন মোড়া, চাল রাখার বড় বড় ডুলি আর চোখে পড়ে না। অন্যদিকে প্লাষ্টিক সামগ্রী বাজারে এসে মানুষ আর বাঁশের তৈরী দ্রব্যাদি বেশি পছন্দ করে না। ফলে বাঁশের তৈরী জিনিস পত্র অনেকটাই বিলুপ্তির পথে এবং ওই শিল্পের সাথে জড়িত শ্রমিকরা সম্পূর্নরুপে বেকার হয়ে পড়ছে। অনেকে লজ্জা ফেলে ভিক্ষাবৃত্তিতে নামছে। বাঁশের শিল্পের সাথে জড়িত শ্রমিকদের পূর্নবাসনসহ অন্যত্র কাজের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ জানান, হস্তশিল্প বিভিন্ন কারুকার্যের উপর প্রশিক্ষণ গ্রহণ করে অনেকেই সাবলম্বী হয়েছেন বলে তিনি দাবী করেন।