শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) রংপুরের পীরগঞ্জে মুরগির বিষ্টার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। অভিযোগ উঠেছে নীতিমালা উপেক্ষা করে চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর কলোনী বাজার নামক স্থানে লেয়ার মুরগীর খামার স্থাপন করেছেন মাসুদ মিয়া। জানা গেছে, খাসতালুক গ্রামের মৃত: মহাসিন আলী পুত্র মাসুদ মিয়া কলোনী বাজারের ঘনবসতিপূর্ণ এলাকায় লেয়ারের খামার স্থাপন ও বর্তমানে খামারে ১ হাজারের মতো লেয়ার মুরগী রয়েছে। মুরগীর বিষ্টার কারণে এলাকার পরিবেশ দুষিত হচ্ছে। বিষ্টার দুর্গন্ধে খামারের চারিদিকে মানুষের বসবাস করা দায় হয়ে পড়েছে। অথচ নীতিমালা অনুযায়ী ১টি খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় হতে রেজিষ্ট্রেশন ভুক্ত হতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হওয়ায় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না। সরে জমিনে সোমবার গিয়ে দেখা যায় খামারটি আশপাশ ও নিচে মুরগীর বিষ্টার ছড়িয়ে ছিটিয়ে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। খামারের চার পাশে বসতবাড়ী এ সব বাড়ীতে তীব্র দুগর্ন্ধ ছড়াচ্ছে। ভুক্তভোগী মিজান, আশরাফুল, জাহাঙ্গীর মিয়াসহ আরও অনেকে জানান, তাদেরকে দোকানের পাশের্^ মুরগী খামার বিষ্টা থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায় আশে পাশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অভিযুক্ত মাসুদ মিয়া বলেন খামারটি স্থাপনে পরিবেশ অধিদপ্তর ও প্রাণি সম্পদ অধিদপ্তরের অনুমতি এ সব কিছুই বুঝি না। অনেকেইতো খামার করেছেন, আমিও একই ভাবে খামার তৈরী করেছি। তবে বাতাসের কারণে হালকা একটু দুর্গন্ধ ছড়াচ্ছে ম্যানেজার প্রতিদিন চুন ও মেডিসিন দিচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: তাজুল ইসলাম জানান, অভিযোগ এখনও হাতে পায়নি পেলে তদন্ত করে দেখা হবে। তবে নীতিমালা উপেক্ষা করে খামার স্থাপন করা যাবে না। উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: সাদিকাতুল তাহিরিন জানান, ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হলে সে স্থানে মুরগীর খামার স্থাপন করা যাবে না। বিষ্টার দুর্গন্ধে বাতাসের মাধ্যমে বায়ু দুষণ হয়। ফলে মানুষের শ^াস কষ্ট হয় এছাড়াও এলার্জি ডাইরিয়াসহ বিভিন্ন রোগ হতে পারে।