শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে পাটগ্রাম নয়াপাড়ায় ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন ইউনিয়ন ভূমি অফিস। জমির মালিক আব্দুল কাইয়ুম মিয়ার অভিযোগে বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম নয়াপাড়া নালিশী ১১৩৬ দাগে ১৩ শতক, ১১৩৭ দাগে ১৫ শতক, ৯৪৩ দাগে ৪১ শতক, মোট জমির পরিমাণ- ৬৯ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তিনি। কিন্তু উক্ত জমি খাস খতিয়ান বলে দাবী করেন ভূমি অফিস। এদিকে নিরুপায় হয়ে পাটগ্রাম নয়াপাড়া গ্রামের মৃত: কছিমুদ্দি মন্ডলের পুত্র কায়েম উদ্দিন রংপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন মামলা নং- অন্য ৩৮১/২১। আদালত গত ৭ মার্চ/২২ তারিখে ওই নালিশী জমির উপর বসতবাড়ী নির্মাণ কাজ বন্ধসহ অস্থায়ী নিষেধাজ্ঞা, জেলা প্রশাসক রংপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৭নং বড় আলমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নালিশী তফশীল বর্ণিত সম্পত্তিতে কোন প্রকার নির্মাণ কাজ ও সম্পত্তি রক্ষায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য বিবাদীগণকে নোটিশ প্রধান করেন। কিন্তু গায়ের জোরে ভূমি অফিস নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। ভুক্তভোগী আ: কাইয়ুম জানান, ১৯৮৮ সাল থেকে ক্রয়সুত্রে জমি ভোগ দখল করে আসছি। কিন্তু সংশ্ল্টি ভূমি অফিসের তহশীলদার নুর আলম মন্ডলকে ঘুষ দিতে না পারায় তিনি খাস খতিয়ানে দেন। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুর আলম মন্ডলের মুঠো ফোনে বর্ণিত নালিশী জমি নিয়ে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোনটি দ্রæত কেটে দেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম জানান, এ উপজেলায় নতুন যোগদান করেছি। সংশ্লিষ্ট তহশীলদারের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবো।