শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সভাপতিত্বে ও তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ, উপজেলা সাব-রেজিষ্টার খালেদা সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম, পাট অধিদপ্তরের চায়না খাতুন, তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ জান্নাতুল রেহানা প্রমুখ।