শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ঘরে ঘরে জাগ্রত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা এই ¯েøাগানকে সামনে রেখে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, পীরগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগ প্রীতি সমাবেশ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জের একমাত্র বিনোদন কেন্দ্র আনন্দ নগরে প্রীতি সমাবেশে পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মন্ডল মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর-মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ৭১ -এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও রংপুর জেলার সভাপতি জয়নাল আবেদীন, সহযোগী মুক্তিযোদ্ধা কুমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালেক মিয়া, গোলাম মওলা বকুল চৌধুরী প্রমুখ। বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হলে রাষ্ট্রীয় ভাবে সহযোগী মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে হবে। তা না হলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে না। উল্লেখ্য রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ২’শ জন সহযোগী মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন।