শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ফলের দোকান গুলোতে ক্রেতাদেরকে পটাতে করতে ফলের উপরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাল্বের আলো জ্বালিয়ে রাখছে ব্যবসায়ীরা! ফলকে আকর্ষণীয় করে তুলতে বিক্রেতাদের এমন ব্যবসায়িক কৌশলে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। ফলকে পাকা দেখাতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছে ফল ব্যবসায়ী! পীরগঞ্জ পৌর বাজারের প্রতিদিন বিকেল থেকেই ফলের কাছাকাছি উপরে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখছে তারা। ফল কিনতে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষ নাম না প্রকাশ করে জানান, লাইটের আলোতে পেয়ারা, বড়ই সহ অন্যান্য ফল পাকা দেখা যায়। কিন্তু বাড়ীতে গিয়ে পেয়ারা, বড়ই খেলে কষ্টা-কষ্টা লাগে। এভাবে ব্যবসায়ীরা প্রতারণার ফাঁদ পেতেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পীরগঞ্জ পৌর বাজারের একাধিক ফল ব্যবসায়ী বলেন, ফলের উপর বৈদ্যুতিক আলো দিলে ফলগুলো চকচক করে। বড়ই এবং পেয়ারা, আপেল, কমলার উপর বেশী আলো দেয়া হয়। এতে ক্রেতারা আকৃষ্ট হন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী জানান, খুব শীঘ্রই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।