শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে কুয়াশার বে-পরোয়া দৌরাত্ম মিলে এখনও শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় বিপর্যস্ত জন-জীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন-আয়ের মানুষকে। রংপুরের পীরগঞ্জে ডিএসসি বিজনেস্ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে ডিএসসি বিজনেস্ হল রুমে ব্যবস্থাপনা পরিচালক এজেএম সিরাজুল ইসলাম মঙ্গলবার ১২টি পরিবারের মাঝে লেপ বিতরণ করেছেন। এ উপলক্ষ্যে ডিএসসি কার্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, বাশিস শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এটিএম জওয়াহের আলী, দৈনিক আলোর সংবাদ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকার, ডিএসসি বিজনেস্ ব্যবস্থাপনা পরিচালক এজেএম সিরাজুল ইসলাম, জেনারেল ম্যানেজার রওশন মিয়া প্রমুখ। লেপ বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে সিরাজুল ইসলাম বলেন, “আমরা আপনাদের ঘরের সস্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা হিসেবে আপনাদের সহযোগিতা করে যাচ্ছি।