শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
পীরগঞ্জ রংপুর (প্রতিনিধি): রংপুরের পীরগঞ্জে বড় করিমপুর (কসবা) গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের ৬৮টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে লন্ডন প্রবাসীদের সহায়তায় ওইসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, ইংল্যান্ড প্রবাসী আব্দুল আউয়াল মামুন, । প্রজেক্ট প্রোগ্রামের সমন্বয় ও কম্বল বিতরন করেন বিশিষ্ট সমাজকর্মী জাকারিয়া আহমেদ। এছাড়াও কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন হাসিব আকন্দ, সাফি সরকার, জনক চন্দ্র, ননী গোপাল প্রমুখ। প্রধান অতিথি সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও যে কোন পরিস্থিতিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।