শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় আলমপুর ও মিঠিপুর ইউপিতে সোমবার (৩১শে জানুয়ারী’২২) সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত ইভিএম এ মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এদিকে আঙ্গুলের ছাপ না মেলায় ও নারী ভোটার বেশী থাকায় পাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওইদিন রাত ৮টা পর্যন্ত ভোট নেওয়া হয়। অপরদিকে বড় আলমপুর ইউনিয়নের ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলার বাহিনী কঠোর নিরাপত্তার কারণে ২ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে সুপরিচিত পীরগঞ্জ। জাতীয় নির্বাচন কিংবা স্থানীয়, সব নির্বাচনে বরাবরই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন এখানে। কিন্তু এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেখা গেল ভিন্ন চিত্র। বড় আলমপুর ইউনিয়নে মোট ভোটার ১৬হাজার ৬শত ১২জন। মিঠিপুর ইউনিয়নে মোট ভোটার ২৩হাজার ৯৭জন। বড় আলমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (চশমা মার্কা) প্রার্থী আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান ৫ হাজার ৫শত ৭৭ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম (মোটর সাইকেল মার্কা) পেয়েছেন ৪ হাজার ৩শত ৩২ভোট। আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থী মোদাব্বেরুল ইসলাম সাজু ১ হাজার ৪শত ৬৪ ভোট পেয়ে চতুর্থ হন। মিঠিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (ঘোড়া মার্কা) প্রার্থী ফরহাদ মন্ডল ৪হাজার ৬ শত ৪৭ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় সমাজতান্ত্রিক দলÑজাসদ মনোনীত হাসান আলী সরকার (মশাল মার্কা) ৩ হাজার ৪শত ৮৫ভোট পেয়েছেন। আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থী এসএম ফারুক আহমদ ২ হাজার ৯শত ৪৬ ভোট পেয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ এমদাদুল হক। উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক জানান, ইউপি নির্বাচনে এ দুই ইউনিয়নে সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।