শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: র্যাব-১৩ রংপুর-ঢাকা মহাসড়কে টহলরত অবস্থায় চেক পোষ্ট বসিয়ে শনিবার রাতে রংপুরের পীরগঞ্জে ওসমানপুর মেসার্স কাদির এন্ড সন্স ফিলিং স্টেশন তেলের পাম্প নামক স্থানে জে,কে পরিবহন গাড়ীর তল্লাশি চালিয়ে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার খিদিরপাড়া গ্রামের মৃত: আফতাব আলীর পুত্র বকুল আকন্দ (২৬) কে ১’শ ২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-১৩। এ ব্যাপারে র্যাব-১৩ এসআই শফিউল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেন্সিডিল ব্যবসায়ী রংপুরগামী পরিবহনে উঠে, ঢাকা সাভার হেমায়েতপুর নামক স্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত গাড়ী তল্লশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে রবিবার জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে তিনি জানান। মামলা নং- ৩, তাং- ২/১/২২ইং।