শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে অনুমোদনহীন ১০টি ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৪টি ভাটা বিনষ্টসহ ৬টি ভাটায় ৩১ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকালে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রাজিব মাহমুদ মিঠুন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুরে এসপিবি ব্রিকস আঃ সালাম মিয়ার ২টি ভাটায় ৮ লাখ টাকা, এমটিবি ব্রিকস মিজানুর রহমান মিজুর ভাটা ভেঙ্গে দেয়। কাঞ্চনপুরে এমএফএম ফারুক মন্ডল ৫ লাখ টাকা, বাজে শিবপুর এবিএস সাজু মিয়ার ভাটায় ৫ লাখ টাকা, মেসার্স এমএস ব্রিকস দুরামিঠিপুর ৪ লাখ টাকা, পানবাজার মেসার্স এসএস ব্রিকস ৪ লাখ টাকা, মেসার্স ফারুক বিকস নন্দরাম ফতেপুর হাসানুজ্জামান খান ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাজিব মাহমুদ মিঠুন জানান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত আইন ২০১৯ এর ধারা ১৫/১ ১৫/২ মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স না থাকা কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট তৈরী ও কৃষি জমিতে অবৈধ ভাবে ভাটা করে জ¦ালানী কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর কারণে এ জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান।