শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি : মুজিব জন্ম শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও শহীদ ডা. আকবর আলী স্মৃতি স্মরণে ঘোড় দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার খেলার উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন। গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউনিয়নের পতœীচড়া গ্রামে ২য় দিনে ঘোড় দৌড় খেলা শেষ ও ৭ দিনব্যাপী নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বড় আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান, আওয়ামী লীগ নেতা মোদাব্বেরুল ইসলাম সাজু, বিশিষ্ট রাজনীতিবিদ মেশকোয়ারা খাতুন মুক্তি, বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক বকুল মিয়া, সাবেক জেলা পরিষদ সদস্য রিয়াজুল ইসলাম রনি প্রমুখ। আর খেলা দেখতে কয়েক হাজার নারী পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত হন। খেলায় এ, বি ও সি গ্রুপে ঘোড়ার দৌড় হয়। এতে এ গ্রুপে ১ম হন পঞ্চগড়ের দেবীগঞ্জের বায়েজিদ তালুকদার, ২য় হন রংপুরের পীরগঞ্জের রাশেদুল ইসলাম; বি গ্রুপে ১ম হন পঞ্চগড়ের সোহাগ মিয়া, ২য় হন নীলফামারীর ডোমারের আব্দুল হাদি এবং সি গ্রুপে ১ম হন নীলফামারীর ডোমারের বাবু ডাক্তার ও ২য় হন গাইবান্ধার পলাশবাড়ীর হৃদয় প্রধান। বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়েছে। পতœীচড়া যুব জাগরন সংঘের আয়োজনে এবং আওয়ামী লীগ নেতা মোদাব্বেরুল ইসলাম সাজুর সার্বিক পৃষ্ঠপোষকতায় ঘোড়দৌড় খেলা ও ৭ দিনব্যাপী নাট্যানুষ্ঠান মঞ্চস্থের আয়োজন করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন বলেন, নির্মল বিনোদনের প্রতীক ঘোড় দৌড় খেলা। গ্রামীণ এই খেলার আয়োজক ও দর্শকবৃন্দদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে মাদকদ্রব্য পরিহার করে আসুন আমরা সুস্থ জীবন গড়ে তুলি।