শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতনের স্বীকার হয়েছিলেন শ্রীমতি সন্ধ্যা রানী। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও ওই বীরঙ্গনা নারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি। তিনি পীরগঞ্জ পৌরসভা প্রজাপাড়া ২নং ওয়ার্ডের মৃত: গৌরচন্দ্র মহন্তের স্ত্রী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনীদের হাতে পাশবিক নির্যাতনের স্বীকার হয়েছিলেন এই নারী। স্বাধীনতার এতো গুলো বছর পেরিয়ে গেলেও আজবধি স্বীকৃতি পাননি তিনি। ইতিমধ্যে তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অনলাইনে আবেদন ও আপিল করেছেন। এ ব্যাপারে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রংপুর জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানান, ইতিমধ্যে ৮৮ জন সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করা হয়েছে। সরকারী ভাবে গেজেট ভুক্ত হলে মুক্তিযোদ্ধার আওতায় চলে আসবেন।