শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ, ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদ্্যাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাড: সন্তোষ কুমার সরকার। আহবায়ক সুধীর চন্দ্র, বাংলাদেশ পুজা উদ্্যাপন পরিষদ আহবায়ক সুনীল চন্দ্র পাল, রমেন চন্দ্র পাল, রনজিৎ রায় অশোক কুমার, পীরগঞ্জ পৌর কাউন্সিলর প্রদীপ কুমার বিশ্বাস পবিত্র, রবীন্দ্রনাথ, সুবাস চন্দ্র পালসহ আরও অনেকে। উল্লেখ্য, এ বছর করোনা ভাইরাস প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি পালন করা প্রয়োজনীয় আলোর ব্যবস্থা নামাজ এবং আযানের সময় সমস্ত কার্যক্রম বন্ধ রাখা আইনশৃঙ্খলা সঠিক তদারকির জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক কমিটি গঠন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার ব্যবস্থা,করাসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন । সুত্রে জানা গেছে এ বছর উপজেলায় ৯৯ মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।