শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন সারাদেশে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই। এরই অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিসেন্ট্রটর, ৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআই এর পে পীরগঞ্জ পৌর মেয়র ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট এর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি ও কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল প্রমুখ। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা প্রমুখ। পৌর মেয়র এফবিসিসিআই কে এমন সহযোগিতা করার জন্য হাসপাতাল কর্তৃপসহ এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরীকে ধন্যবাদ জানান।