শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জের বড় দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক কে পুনরায় নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার আবেদন করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। গতকাল সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ বিষয়ে এক মতবিনিময় সভা হয়েছে।
জানা গেছে, বিগত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১২ জন চেয়ারম্যান নির্বাচিত হন। তাদের মধ্যে একমাত্র বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বড় দরগাহ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান হন। আবারও তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য উপজেলার মুক্তিযোদ্ধারা মতবিনিময় সভা করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আতিয়ার রহমান। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও শাহ আবু নাসের চৌধুরী দুলাল, বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা প্রমুখ। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নুরুল হক বলেন, দলের শক্তি বিদ্রোহীদের হাতে চলে গেলে মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা থাকবে না। আমরা বঙ্গবন্ধুর ডাকে জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ থামে না, মুক্তিযুদ্ধ চলমান। তিনি আরও বলেন, আমাকে আবারও নৌকা প্রতীক দেয়া হলে আমি জীবনের শেষ সময় পর্যন্ত দেশের সেবা করে যাবো।