শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বাস্থ্য কমপ্লেক্সেই থাকেন না। থাকেন রংপুরে। আসেন সকাল ১০ টায়, যান বেলা ২ টায়। যে কারণে দুপুরের পর স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীন ভর্তি রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তাররাই মাঝে মধ্যে অভ্যন্তরীন রোগীরা খারাপ হলে তাদেরকে দেখেন। শনিবারও আরএমও ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার প্রায় পৌনে ৫ লাখ মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে। কমপ্লেক্সটিতে প্রায় দেড় বছর ধরে একজন মেডিকেল অফিসারকে আবাসিক মেডিকেল অফিসার’ (আরএমও) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি পীরগঞ্জ থেকে ৪০ কিমি দুরে রংপুর জেলা শহরে বসবাস করেন। তিনি আসেন সকাল ১০ টায়, যান বেলা ২ টায়। অথচ বিধি অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা আড়াই টা পর্যন্ত উপস্থিত থাকতে হবে। কমপ্লেক্সটির কর্তৃপক্ষ তাকে একাধিকবার ডাক্তারি হাজিরা খাতায় অনুপস্থিতও করেছেন। তারপরও তিনি আরএমও’র দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। গতকাল আরএমও মোস্তফা আলবানী রিক্কন ছুটি না নিলেও তিনি আসেননি। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বলেন, আরএমও’র ছুটির আবেদন আমি পাইনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক ডাক্তার বলেন, আরএমও আমাদেরকে বাধ্য করে রাউন্ড দেওয়ায়। তারা আরও বলেন, ওই আরএমও রংপুরে ‘আইকন ডায়াগনোষ্টিক সেন্টারে নিয়মিত চেম্বারে রোগী দেখার কারণে তিনি ১ টার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে যান। ভুক্তভোগী একাধিক কর্মকর্তা বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কারণেই আরএমও বেশি সেচ্ছাচারিতা করছেন। আরএমও ডাঃ মোস্তফা আলবানী রিক্কন বলেন, আমরা যারা ‘আরএমও’ হিসেবে দায়িত্বে আছি। তারা ৯ম গ্রেডের বেতনভুক্ত। পক্ষান্তরে আরএমও পদটি ৬ গ্রেডের। সুতরাং ‘আরএমও’ কর্মস্থলে না থাকলেও কোন সমস্যা নেই। এটি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছি। তিনি আরও বলেন, যদি কোন রোগী বা কারো অভিযোগ থাকে, তবে তারা যেন আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ করে। রংপুরের সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার বলেন, পীরগঞ্জের আর.এম.ও’র ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। মাসখানেকের মধ্যে তিনি (আরএমও) বদলী হতে পারেন।