শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে যৌতুকের ২ লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় সন্তানকে কেড়ে নিয়ে গৃহবধু রেশমা বেগমকে মারপিট করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। উপজেলার রামনাথপুর ইউনিয়নের সয়েকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধু থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, শায়েস্তাপুর গ্রামের বারিক সরকারের মেয়ে রেশমা বেগমের সাথে পার্শ্ববর্তী সয়েকপুর গ্রামের নুর মোহাম্মদ সুজনের বিয়ে হয়। তাদের সংসারে সুমাইয়া খাতুন নামে ৬ বছরের কন্যা শিশু রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রেশমাকে তার স্বামীসহ পরিবারের লোকজন প্রায়ই মারপিট করতো। এরই জের ধরে গত ২ সেপ্টেম্বর গৃহবধু যৌতুকের ২ লাখ টাকার জন্য স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি মারপিট করে এবং শিশু কন্যা সন্তানকে কেড়ে নিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। এদিকে রবিবার পীরগঞ্জ থানার এসআই অনন্ত কুমার বর্মণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয়পক্ষকে আগামী মঙ্গলবার বাদী এবং আসামির পরিবার সমঝোতা বৈঠক বসবে বলে জানান।