শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে এক কৃষকের আবাদি জমির উপর দিয়ে বেআইনী ভাবে রাস্তা নির্মাণ করায় ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত: মোফাজ্জল হোসেনের পুত্র শফিকুল ইসলাম অনন্তপুর মৌজার যার জেএল নং- ২৬৫, এসএ খতিয়ান নং- ৪৩, সাবেক দাগ নং-৭৫২, জমির পরিমাণ- ১৩ শতাংশের মধ্যে ৯ শতাংশ জমি তার পৈত্রিক সুত্রে পাওয়া আবাদি জমির মধ্য দিয়ে চতরা খোকার বাজার হইতে জলামহল নীলদরিয়া পর্যন্ত রাস্তা পাকা করণ ও সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা থাকা স্বত্বেও বেলাল কন্সট্রাকশন, কুড়িগ্রাম স্থানীয় কতিপয় ব্যক্তিবর্গের প্রভাবিত হয়ে ও অন্যায় ভাবে তাহার চাষাবাদকৃত জমি দিয়ে রাস্তা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। এতে করে আবাদী জমির উপর দিয়ে বেআইনী ভাবে রাস্তা নির্মাণ করায় তার পরিবার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা থাকা স্বত্বেও স্থানীয় চেয়ারম্যান এনামুল হক শাহিন পাশের জমি আ: মান্নানের যোগসাজসে এ রাস্তাটির কাজ করে যাচ্ছেন ঠিকাদার। সংশ্লিষ্ট ঠিকাদারকে একাধিকবার বাধা প্রদান করা হলেও তিনি আমাকে হুমকি ধামকি ও বেশী বাড়াবাড়ি করলে মামলা দিবেন বলে হুমকি প্রদান করেন। এ ব্যাপারে সাব ঠিকাদার মিজানুর রহমান স্বাধীন জানান, স্থানীয় চেয়ারম্যান ও এলাকার সুধীজনের পরামর্শেই রাস্তাটির কাজ চলছে। তবে শফিকুল ইসলাম বাধা দেওয়ায় আপাতত কাজটি বন্ধ রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান ছুটিতে ছিলাম, ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিবো।