শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে মোবাইলে ফ্রি-ফায়ার গেমস্ খেলতে নিষেধ করায় ১০ম শ্রেণির ছাত্র ইমাম গজ্জালী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া পুর্বপাড়ায় ওই ছাত্রের লাশ দাফন করা হয়েছে। পারিবারিক ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলার ছাতুয়া পুর্বপাড়ার হানিফুল ইসলামের ছেলে ইমাম গজ্জালী। সে টুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। করোনার কারণে শিা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইমাম গজ্জালী তার বন্ধুদের সাথে নিয়ে এন্ড্রয়েড মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেমস্ খেলে আসছে। মোবাইলে আসক্ত হওয়ায় প্রায় সারাদিন রাতই ইমাম গজ্জালী মোবাইল ফোন নিয়ে খেলে। এমন কি পড়াশোনাও সে করে না বলে এলাকাবাসী জানান। একপর্যায়ে তার বাবা হানিফুল ইসলাম মোবাইল ফোন কেড়ে নিলে ইমাম গজ্জালী শুক্রবার বিকেলে বাড়ীতে থাকা ফসলের আগাছানাশক বিষ পান করে। তাকে তাৎণিক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়৷ তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে শুক্রবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে ইমাম গজ্জালীর বাবা হানিফুল ইসলাম বলেন, আমার ছেলের মতো অনেকের ছেলে মোবাইলের গেমে আসক্ত হয়েছে। তারা যেন সন্তানের সাথে আমার মতো ব্যবহার না করে। মোবাইলের খারাপ দিকগুলো ছেলে-মেয়েদের কে বুঝিয়ে বলতে হবে।