শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। সোমবার রাতে শানেরহাট ইউনিয়নের পাহাড়পুর (মহেন্দ্রবাড়ী) সার্বজনীন হরি ও দুর্গা মন্দিরে আলোচনা সভা লীলা কীর্ত্তণ অনুষ্ঠিত হয়েছে। এতে পাহাড়পুর মহেন্দ্রবাড়ী সার্বজনীন হরি ও দুর্গা মন্দিরের সভাপতি বিনয় চন্দ্র বর্মন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শানেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু। সাধারণ সম্পাদক মিজানুর মাষ্টার, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল চন্দ্র বর্মন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টার্ন ঐক্য পরিষদের সভাপতি স্বপন বাবু প্রমুখ। আলোচনা সভা ও লীলা কীত্তর্ণ শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।