শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক চারলেনে উন্নতিকরন কাজে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে চেক বিতরন করা হয়েছে। জানাগেছে , সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নতীকরন শীর্ষক প্রকল্পের জমি অধিগ্রহনের আওতায় ১২৯ জন তিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ৫ কোটি ৯৯ ল টাকার ওই চেক বিতরন করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শুকুরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দীন ভূঞা জনি, রামনাথপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আসিয়ার রহমান মাস্টার প্রমূখ।