শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জেগে ওঠো মুক্তিযুদ্ধের চেতনায় এই স্লোগানকে সামনে রেখে ৭১- এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ -এর জাতীয় সম্মেলন উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা শাখা, বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। জানা গেছে, সম্মেলন শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে অনুষ্ঠিত হবে। উক্ত জাতীয়
সম্মেলন সফল করার লক্ষ্যে পীরগঞ্জ ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে ৭০ জন সদস্য যাত্রা।